Top 5 This Week

বুয়েট ইস্যুতে পাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন

পাবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুনরায় চালুর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ মানববন্ধন করেছে।

মঙ্গলবার(২ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর সঞ্চালনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আওয়াল কবির জয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অনুষদের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আওয়াল কবির জয় বলেন,”৫২ এর ভাষা আন্দোলন,৬২ এর শিক্ষা আন্দোলন,৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান,৭১ এর স্বাধীনতা আন্দোলন,৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০১৩ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন – সব জায়গাতে সাধারণ শিক্ষার্থী যারা ছাত্ররাজনীতি করতেন তাদের ভূমিকা ছিল অপরিসীম”।

ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন,”বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলে এমন একটা জায়গা নেই যেখানে ছাত্রলীগের প্রবেশাধিকার নিষেধ থাকতে পারে। বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস,ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। আমি অনতিবিলম্বে বুয়েটে ছাত্রলীগের কমিটি দেওয়ার দাবি জানাই। ”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish