Top 5 This Week

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

যবিপ্রবি প্রতিনিধি:

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাস কেন্দ্রীয় পাঠাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ উক্ত কর্নার উদ্বোধন করেন।

অধ্যক্ষ ডা. এ এস এম আতিকুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: তারেক মূসা, প্রভাষক ডা. মিনাক্ষী নাগ, প্রভাষক ডা. শাহরিন সুলতানা। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আব্দুল জলিল। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আতোয়ার রহমান। মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রভাষক ডা. মো: মামুন শাহ। প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী। এনিম্যাল সায়েন্স এন্ড নিউট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেগম মানছুরা হাসিন। ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক কৃষিবিদ আবু জাফর মো: ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যবিপ্রবি’র ভেটেরিনারি অনুষদ হিসেবে যুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish